
কল্যাণী, ৩ নভেম্বর (হি. স.) : অনূর্ধ্ব - ২৩, কর্নেল সি কে নাইড়ু ট্রফিতে সোমবার বাংলার বিরুদ্ধে রাজস্থানের দলগতভাবে সংগ্রহ - ৬ উইকেটে ৩০৯ রান। এর সুবাদে বাংলার চেয়ে ১৬৩ রানে এই মুহূর্তে এগিয়ে রয়েছে। দ্বিতীয় দিনের খেলায় শক্ত হাতেই বাংলার বোলারদের মোকাবিলা করে রাজস্থান। বাংলার বোলারদের মধ্যে সৈয়দ ইরফান আফতাব দুটি উইকেট পেয়েছে। তাদের মধ্যেই উল্লেখযোগ্য স্কোর ও সর্বাধিক রান করেছে করন লাম্বা - ১০৯ রানে সে এদিনের খেলায় অপরাজিত কল্যাণীতে বাংলা ক্রিকেট আকাদেমিতে। উল্লেখ্য, বাংলার প্রথম ইনিংসে সংগ্রহ - ১৪৬ রান।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত