এলচেকে হারিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমাল বার্সিলোনা
বার্সিলোনা, ৩ নভেম্বর (হি.স.): ঘরের মাঠে রবিবার রাতে লা লিগার ম্যাচটি ৩-১ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল এলচেকে হারিয়ে। গোলদাতা ইয়ামাল, ফেররান তরেস ও মার্কাস র‌্যাশফোর্ড। সফরকারীদের একমাত্র গোলটি করেন রাফা মির। এর ফলে এলচেকে সহজেই হারিয়ে শীর্ষস্থ
এলচেকে হারিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমাল বার্সিলোনা


বার্সিলোনা, ৩ নভেম্বর (হি.স.): ঘরের মাঠে রবিবার রাতে লা লিগার ম্যাচটি ৩-১ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল এলচেকে হারিয়ে। গোলদাতা ইয়ামাল, ফেররান তরেস ও মার্কাস র‌্যাশফোর্ড। সফরকারীদের একমাত্র গোলটি করেন রাফা মির। এর ফলে এলচেকে সহজেই হারিয়ে শীর্ষস্থানের সঙ্গে ব্যবধান কমাল বার্সিলোনা।

গত সপ্তাহে রিয়াল মাদ্রিদের মাঠে নিজেদের সেরা রূপে মেলে ধরতে পারেনি বার্সিলোনা, হেরে যায় ২-১ গোলে। তবে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগে জয়ে ফেরাটা বার্সিলোনার জন্য দারুণ স্বস্তির। ইউরোপ সেরার মঞ্চে আগামী বুধবার ক্লাব ব্রুজের মাঠে খেলবে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

জয়ের পথে ফিরে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে ফিরল বার্সিলোনা। ১১ ম্যাচে আট জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ২৫। তিনে নেমে যাওয়া ভিয়ারেয়ালের পয়েন্ট ২৩। শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। তাদের পয়েন্ট ৩০।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande