
আগরতলা, ৩ নভেম্বর (হি. স.) : রঞ্জি ট্রফি ক্রিকেটের তৃতীয় দিনের খেলায় বাংলার প্রথম ইনিংসে ৩৩৬ রানের জবাবে ত্রিপুরার দলগত স্কোর - ৭/২৭৩ রান। হনুমান বিহারির অপরাজিত ১২১ শতরানের সুবাদে এ যাত্রায় সে বিপদ রুখে দিয়েছে। যদিও এই মুহূর্তে ৬৩ রানে পিছিয়ে রয়েছে। সোমবারের খেলায় বাংলার খেলোয়াড়রা ঘরের মাঠে তাদের কোণঠাসা করার চেষ্টা করলেও শেষপর্যন্ত পারল না। বরং বাংলা দল এদিন দ্বিতীয় দফায়ও ব্যর্থ উইকেট তুলতে। দুপুরের পর খেলা যত গড়িয়েছে সমীহ আদায় করে নিয়েছে ত্রিপুরা। প্রথমে বেকায়দায় পড়লেও সামলে নিয়েছে পরিস্থিতি। একনজরে - মধ্যাহ্নভোজের আগেই ঘরের মাঠে ত্রিপুরা - ৫/৫৫ দলগত স্কোর। তা থেকে দিনের শেষে ৭/২৩৭ রান তুলেছে। হাতে রয়েছে আরো তিন উইকেট। তবে, বাংলার সেরা বোলিং মহম্মদ কাইফ এর - ৫৩ রানে ৪ টি উইকেট দখল। উল্লেখ্য, গতকালের তুলনায় এদিন বোলিং গড় ভাল। মোট ৭৯ ওভার বল করেছে বাংলা দল। মহারাজা বীর বিক্রম স্টেডিয়ামে বাংলা দল যতটা দাপটের সঙ্গে খেলতে চেয়েছিল তা ত্রিপুরা রুখে দেয়। আ্যডভান্টেজ ঘরের মাঠেই। মঙ্গলবার চতুর্থ ও শেষদিনে খেলা নতুন বলে আরম্ভ হবে। কে ফায়দা তুলতে পারে এখন তার লড়াই!
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত