আন্তর্জাতিক জীবমন্ডল সংরক্ষণ দিবস উদযাপন
নয়াদিল্লি, ৩ নভেম্বর, (হি.স.): জীবন টিকিয়ে রাখা, প্রকৃতিকে উদযাপন করার পাথেয় ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ। ৩ নভেম্বর বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক বায়োস্ফিয়ার রিজার্ভ দিবস, যার মূল লক্ষ্য মানুষ ও প্রকৃতির সুরেলা সহাবস্থানের উদযাপন। ভারতও স্ম
আন্তর্জাতিক জীবমন্ডল সংরক্ষণ দিবস উদযাপন


নয়াদিল্লি, ৩ নভেম্বর, (হি.স.): জীবন টিকিয়ে রাখা, প্রকৃতিকে উদযাপন করার পাথেয় ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ। ৩ নভেম্বর বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক বায়োস্ফিয়ার রিজার্ভ দিবস, যার মূল লক্ষ্য মানুষ ও প্রকৃতির সুরেলা সহাবস্থানের উদযাপন। ভারতও স্মরণ করল দিনটি।

বায়োস্ফিয়ার রিজার্ভের মত সংরক্ষিত অঞ্চলগুলোকে বলা হয় ‘জীবন্ত পরীক্ষাগার’, যেখানে সুস্থায়ী উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও সমাজকল্যাণের বাস্তব মডেল তৈরি করা হয়।

সোমবার ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো লিখেছে, UNESCO নির্ধারিত এই দিন আমাদের স্মরণ করিয়ে দেয়, বায়োস্ফিয়ার রিজার্ভ শুধু জীববৈচিত্র্য রক্ষার ক্ষেত্র নয়, বরং বৈজ্ঞানিক গবেষণা, সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণ ও মানুষ-প্রকৃতির ভারসাম্য রক্ষার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

দেশে মোট ১৮-টি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, যার বিস্তৃতি ৯১,৪২৫ বর্গকিমি। এর মধ্যে ১৩-টি UNESCO স্বীকৃত।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande