
পাটনা, ৩ নভেম্বর (হি.স.): আগামী ১৪ নভেম্বর বিহারে বিধানসভা নির্বাচনের ভোটগণনা। ওই দিন বিহারে সরকার পরিবর্তন হবে বলে আশাবাদী লালুপ্রসাদ যাদব। সোমবার আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব বলেছেন, তেজস্বী যাদব এবার মুখ্যমন্ত্রী হবেন। ১৪ নভেম্বর সরকার পরিবর্তন হবে।
উল্লেখ্য, বিহারে এবার দুই দফায় হবে ভোটগ্রহণ, যথাক্রমে ৬ ও ১১ নভেম্বর। ফলাফল ঘোষণা হবে আগামী ১৪ নভেম্বর। প্রথম দফার ভোটের আগে এখন জোরকদমে চলছে নির্বাচনী প্রচার। লালুর ছেলে তেজস্বী হলেন, মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। ছেলে এবার মুখ্যমন্ত্রী হবে বলে আশাবাদী লালু।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা