
বৈশালী, ৩ নভেম্বর (হি.স.): এনডিএ বিহারে ক্ষমতায় এলে নীতীশ কুমারকে আদৌ আর মুখ্যমন্ত্রী করবে না বলে বিহারে ভোটের প্রচারে মন্তব্য করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বৈশালী জেলার রাজাপাকারে তাঁর জনসভায় সোমবার খাড়গে বলেছেন, বিজেপি এলে নিজেদের কোনও ‘চেলা’কে কুর্সিতে বসাবে। তিনি এও বলেন, নীতীশ 'কুর্সি'র জন্য লোহিয়া, জেপি (জয়প্রকাশ নারায়ণ), কর্পুরী ঠাকুরের নীতি ভুলে গিয়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন।
নীতীশকে নিশানা করে খাড়গে বলেন, ২০ বছরেও জঙ্গলরাজ শেষ করতে পারেননি... আপনার কুৎসা সত্ত্বেও, কংগ্রেস এবং আরজেডি এখানে নির্বাচিত হচ্ছে... নীতীশ কুমার তাঁর ২০ বছরের শাসনকালে যা করতে পারেননি, আজ কী করে তা করবেন?
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ