
কাটিহার, ৩ নভেম্বর (হি.স.): বিহারের কাটিহারের নির্বাচনী জনসভা থেকে আরজেডি-র তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, লন্ঠনওয়ালাদের এজেন্ডা কখনওই উন্নয়ন ছিল না। প্রধানমন্ত্রী বলেন, লণ্ঠন ওয়ালারা কয়েক দশক ধরে বিহারকে একটি শোচনীয় অবস্থায় রেখেছিল। উন্নয়ন কখনও তাদের এজেন্ডায় ছিল না।
প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, যাদের তোলাবাজি, মুক্তিপণ আদায়, অপহরণ এবং কল-কারখানা তালাবদ্ধ করার রেকর্ড আছে, তারা বিহারে শিল্প আনতে পারবে না। এনডিএ বিহারে ১ কোটি যুবককে চাকরি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে এবং এই চাকরি দেওয়ার জন্য পরিকল্পনার রূপরেখা দিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা