পর্নোগ্রাফি নিষিদ্ধ করার আবেদনের শুনানিতে নেপালে বিক্ষোভের কথা
নয়াদিল্লি, ৩ নভেম্বর, (হি.স.): সুপ্রিম কোর্টে পর্নোগ্রাফি নিষিদ্ধ করার আবেদনের শুনানিতে উঠে এল নেপালে ‘জেন জ়ি’-র বিক্ষোভের কথা। সোমবার প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এই আবেদন গ্রহণ করতে আগ্রহী নয় আদালত। তবে চার
সুপ্রিম কোর্ট


নয়াদিল্লি, ৩ নভেম্বর, (হি.স.): সুপ্রিম কোর্টে পর্নোগ্রাফি নিষিদ্ধ করার আবেদনের শুনানিতে উঠে এল নেপালে ‘জেন জ়ি’-র বিক্ষোভের কথা। সোমবার প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এই আবেদন গ্রহণ করতে আগ্রহী নয় আদালত। তবে চার সপ্তাহ পরে এই বিষয়ে ফের শুনানি হবে বলেও জানিয়েছে ডিভিশন বেঞ্চ।

এ দিনের শুনানিতে আবেদনকারী যুক্তি দেন, ইন্টারনেটে পর্নোগ্রাফি সহজলভ্য। পর্নোগ্রাফি দেখা ব্যক্তি এবং সমাজের উপরে খারাপ প্রভাব ফেলে। বিশেষ করে ১৩ থেকে ১৮ বছর বয়সিদের মনে এর বিরূপ প্রভাব পড়ে। অথচ পর্নোগ্রাফি দেখা থেকে মানুষকে আটকাতে কোনও কার্যকর ব্যবস্থার নেই। তাই পর্নোগ্রাফি দেখা নিয়ন্ত্রণ করতে একটি নীতি তৈরি করা উচিত কেন্দ্রীয় সরকারের।

তবে এই যুক্তি মানতে চায়নি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। CJI গাভাই বলেন, ‘নেপালে নিষেধাজ্ঞা জারি করায় কী ঘটেছে দেখুন।’

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande