বিআইএস-এর নতুন ডিজি পদের দায়িত্বে সঞ্জয় গর্গ
নয়াদিল্লি, ৩ নভেম্বর (হি.স.): কেরল ক্যাডারের ১৯৯৪ ব্যাচের আইএএস-এর একজন সিনিয়র সিভিল সার্ভেন্ট সঞ্জয় গর্গ গত নভেম্বর থেকে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস)-এর ডিরেক্টর জেনারেল (ডিজি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। বিআইএস-তে ডিজি হিসেবে
বিআইএস-এর নতুন পদের দায়িত্বে সঞ্জয় গর্গ


নয়াদিল্লি, ৩ নভেম্বর (হি.স.): কেরল ক্যাডারের ১৯৯৪ ব্যাচের আইএএস-এর একজন সিনিয়র সিভিল সার্ভেন্ট সঞ্জয় গর্গ গত নভেম্বর থেকে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস)-এর ডিরেক্টর জেনারেল (ডিজি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। বিআইএস-তে ডিজি হিসেবে যোগদানের আগে, তিনি ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের সচিব এবং কৃষি, গবেষণা ও শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন মন্ত্রক উল্লেখ করেছে, বিআইএস-এর ডিজি হিসেবে গর্গ আন্তর্জাতিক ইলেকট্রোটেকনিক্যাল কমিশন (আইইসি)-তে ভারতের জাতীয় কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande