
নয়াদিল্লি, ৩ নভেম্বর, (হি.স.): সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়ে শেখ
শাহজাহানের মামলা প্রত্যাহার করলেন তাঁর আইনজীবী। সোমবার বিচারপতি দীপঙ্কর দত্তর বেঞ্চে মামলা ছিল শেখ শাহজাহানের। ৩০ মিনিটের মধ্যে একই বিষয়ে দুটি এফআইআর এবং দ্বিতীয় মামলায় জামিন মামলা ঝুলে থাকার বিষয় নিয়ে মামলা করেছিলেন শেখ শাহজাহান।
এই মামলায় বিচারপতি দীপঙ্কর দত্ত মন্তব্য করেন, ”কলকাতা হাইকোর্ট নিয়মিত শুনানি করেছে। আপনি কলকাতা হাইকোর্টে গিয়ে আবেদন করুন৷ সেখানে আবেদন না করে আপনি আর্টিকেল ৩২-র আওতায় কীভাবে মামলা করেন?”
আদালত জানিয়ে দেয়, ”আমরা মামলা খারিজ করছি।” তারপর আইনজীবী মামলা প্রত্যাহারের আবেদন করেন। সেই আবেদন গ্রহণ করা হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত