আহমেদাবাদে রেলের সামগ্রিক কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন রেলমন্ত্রী
আহমেদাবাদ, ৩ নভেম্বর (হি.স.): রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সোমবার আহমেদাবাদের কালুপুর এলাকায় রেলওয়ে ভূমি উন্নয়ন কর্তৃপক্ষ (আরএলডিএ) কর্তৃক গৃহীত আহমেদাবাদ রেলস্টেশনের পুনর্নির্মাণ কাজ পরিদর্শন করেছেন। সরেজমিনে সামগ্রিক কাজ খতিয়ে দেখেন রেলমন্ত্রী।
আহমেদাবাদের রেলের সামগ্রিক কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন রেলমন্ত্রী


আহমেদাবাদ, ৩ নভেম্বর (হি.স.): রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সোমবার আহমেদাবাদের কালুপুর এলাকায় রেলওয়ে ভূমি উন্নয়ন কর্তৃপক্ষ (আরএলডিএ) কর্তৃক গৃহীত আহমেদাবাদ রেলস্টেশনের পুনর্নির্মাণ কাজ পরিদর্শন করেছেন। সরেজমিনে সামগ্রিক কাজ খতিয়ে দেখেন রেলমন্ত্রী।

পরে তিনি বলেন, সারা দেশে ১,৩০০টি স্টেশন সংস্কার করা হচ্ছে। আমরা এখানে আহমেদাবাদ স্টেশনের চতুর্থ তলায় দাঁড়িয়ে আছি। এখানে ১৬ তলা বিশিষ্ট একটি স্টেশন তৈরি করা হবে। এখানে কাজ খুব ভালোভাবে এগিয়ে চলেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande