তেলঙ্গানার দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি, ৩ নভেম্বর (হি.স.): সোমবার ভোরে ভয়াবহ এক পথ দুর্ঘটনা হয় তেলঙ্গানায়। সেই দুর্ঘটনায় মৃত কমপক্ষে ১৮, আহত ২০ জন। তেলেঙ্গানার রঙ্গারেড্ডি জেলায় দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহতদের দ্রুত আরোগ্য কামনা
তেলঙ্গানার দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ৩ নভেম্বর (হি.স.): সোমবার ভোরে ভয়াবহ এক পথ দুর্ঘটনা হয় তেলঙ্গানায়। সেই দুর্ঘটনায় মৃত কমপক্ষে ১৮, আহত ২০ জন। তেলেঙ্গানার রঙ্গারেড্ডি জেলায় দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

প্রধানমন্ত্রীর দফতর থেকে জারি করা এক বার্তায় বলা হয়েছে যে, রঙ্গারেড্ডি জেলার দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande