
কাঠমান্ডু, ৪ নভেম্বর (হি.স.) : নেপালের দোলখা জেলার ইয়ালুং রি-তে সোমবার তুষারধসে ১৫ জন পর্বতারোহী নিখোঁজ হয়েছে । মঙ্গলবার হেলিকপ্টারের সাহায্যে পাঁচজন পর্বতারোহীকে উদ্ধার করা হয়েছে । বাকি সাতজন এখনও নিখোঁজ। সোমবার তিন পর্বতারোহীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার জেলা আধিকারিক জানান, উদ্ধারকৃত পর্বতারোহীদের ইয়ালুং রি বেস ক্যাম্প থেকে বিমানে করে নিয়ে যাওয়া হয়েছে। তুষারধসে বেঁচে যাওয়া আরও তিন জন নেপালি গাইড একটি গ্রামে আশ্রয় নিয়েছেন এবং উদ্ধারের অপেক্ষায় রয়েছেন।
এক পুলিশ আধিকারিক জানান, সোমবার ভোরে তুষারধসটি ক্যাম্প সাইটে আঘাত আনে । যেখানে ১৫ জন বিদেশী পর্বতারোহী দোলমা খাং এবং ইয়ালুং রি অভিযানের জন্য ক্যাম্পিং করছিলেন। এই ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। তবে নিখোঁজ পর্বতারোহীদের অবস্থা এখনও অজানা। অনুসন্ধান ও উদ্ধারের কাজ চলছে । উদ্ধার কার্যে সহায়তা করার জন্য নেপাল সেনাবাহিনী এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার মিলিত দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন