
ঢাকা, ৪ নভেম্বর (হি.স.): বাংলাদেশে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু। বিগত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৪৭ জন। এছাড়াও ওই সময়ে মৃত্যু হয়েছে ৫ জনের। বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, নভেম্বর মাসে এখনও পর্যন্ত ২,৯৬০ জন ডেঙ্গু রোগী আক্রান্ত, যার ফলে এ বছর এই পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে ৭২,৮২২ জন এবং মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৮৮।
বাংলাদেশে সাধারণত বর্ষার মরশুমে ডেঙ্গু জ্বর দেখা যায়, যা এখন জুন-সেপ্টেম্বর মাস ছাড়িয়ে নভেম্বরেও ছড়িয়ে পড়ছে। ডেঙ্গুর এই বাড়বাড়ন্ত ভাবিয়ে তুলছে বাংলাদেশকে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা