হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সৌদির ক্রাউন প্রিন্স
ওয়াশিংটন, ৪ নভেম্বর (হি.স.) : আগামী ১৮ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকে বসবেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমন। সোমবার হোয়াইট হাউস সূত্রে জানা গেছে। এই বৈঠকে মূলত আলোচনা হবে সৌদি আরবের আব্রাহাম চুক্তি
হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সৌদি ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সালমান


ওয়াশিংটন, ৪ নভেম্বর (হি.স.) : আগামী ১৮ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকে বসবেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমন। সোমবার হোয়াইট হাউস সূত্রে জানা গেছে।

এই বৈঠকে মূলত আলোচনা হবে সৌদি আরবের আব্রাহাম চুক্তিতে যোগদানের সম্ভাবনা নিয়ে। ২০২০ সালে স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমে ইজরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে সংযুক্ত আরব আমিরশাহী, বাহরাইন, সুদান ও মরক্কো। তবে রিয়াধ এখনই চুক্তিতে যোগ দিতে রাজি নয়, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অগ্রগতিকেই তারা শর্ত হিসেবে জানিয়েছে। বৈঠকে সম্ভাব্য মার্কিন–সৌদি প্রতিরক্ষা চুক্তি নিয়েও আলোচনা হতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। এটি হবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সৌদি ক্রাউন প্রিন্সের প্রথম মার্কিন সফর।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande