
ওয়াশিংটন, ৪ নভেম্বর (হি.স.) : ইতিহাসের দীর্ঘতম ৩৫ দিনের শাটডাউনের কবলে যুক্তরাষ্ট্র। এর আগে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে অচলাবস্থা রেকর্ড ৩৪ দিন স্থায়ী ছিল। সরকারি প্রতিবেদনের অভাবে হোঁচট খাচ্ছে মার্কিন অর্থনীতি। রিপাবলিকান ও ডেমোক্র্যাট আইন প্রণেতাদের দ্বন্দ্বে অচলাবস্থা থেকে উত্তরণ খুবই কঠিন বলেও শঙ্কা প্রকাশ করছেন অনেকে।
এবার শাটডাউনে মার্কিন যুক্তরাষ্ট্রে খাদ্য সহায়তা কর্মসূচিতে বড়সড় প্রভাব পড়েছে। সোমবার হোয়াইট হাউস জানিয়েছে, প্রায় ৪২ মিলিয়ন নিম্নআয়ের আমেরিকান নাগরিক নভেম্বর মাসে মাত্র অর্ধেক ভাতা পাবেন। ‘সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম’ (এসএনএপি ), যা প্রতি আট জনে একজন মার্কিন নাগরিককে খাদ্য ভর্তুকি দেয়, সেটির তহবিল বিগত শনিবার থেকে স্থগিত হয়ে গেছে। যদিও দুটি ফেডারেল আদালত প্রশাসনকে ৪.৬৫ বিলিয়ন ডলারের জরুরি তহবিল ব্যবহারের অনুমতি দিয়েছে, কৃষি দফতর জানিয়েছে আপাতত তারা প্রাপ্য অর্থের ৫০ শতাংশই বিতরণ করতে পারবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য