রোমে মধ্যযুগীয় টাওয়ারের একাংশ ধসে মৃত্যু এক শ্রমিকের
রোম, ৪ নভেম্বর (হি.স.): রোমে একটি মধ্যযুগীয় টাওয়ারের একাংশ ধসে পড়ে মৃত্যু হয়েছে এক শ্রমিকের। ধ্বংসস্তূপ থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয় আরও তিন শ্রমিককে। ইটালির প্রশাসন মঙ্গলবার জানিয়েছে, অক্টে স্ত্রোইসি নামে ওই শ্রমিক প্রায় ১২ ঘণ্টা ধ্বংসস্তূপের ত
রোমে মধ্যযুগীয় টাওয়ারের একাংশে ধস


রোম, ৪ নভেম্বর (হি.স.): রোমে একটি মধ্যযুগীয় টাওয়ারের একাংশ ধসে পড়ে মৃত্যু হয়েছে এক শ্রমিকের। ধ্বংসস্তূপ থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয় আরও তিন শ্রমিককে। ইটালির প্রশাসন মঙ্গলবার জানিয়েছে, অক্টে স্ত্রোইসি নামে ওই শ্রমিক প্রায় ১২ ঘণ্টা ধ্বংসস্তূপের তলায় চাপা পড়েছিলেন।

রোমান কলোসিয়ামের কাছেই রয়েছে রোমান ফোরামের অংশ হিসেবে পরিচিত ওই টাওয়ার। সেটিতে সংস্কারের কাজ চলছিল। তখনই ওই টাওয়ারের একাংশ ধসে পড়ে চার জন শ্রমিক চাপা পড়ে যান। দমকলকর্মীরা বহু ক্ষণের চেষ্টায় তাঁদের উদ্ধার করেন। হাসপাতালের পথে অ্যাম্বুল্যান্সেই মৃত্যু হয় বছর ষাটের অক্টে স্ত্রোইসির। এক আহত শ্রমিকের অবস্থা সঙ্কটজনক বলে জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande