ভার্জিনিয়ার লেফটেন্যান্ট গভর্নর পদে জয়ী ভারতীয় বংশোদ্ভূত ঘাজালা হাসমি
নিউ ইয়র্ক, ৫ নভেম্বর (হি.স.): ভার্জিনিয়ার লেফটেন্যান্ট গভর্নর পদে জিতলেন ভারতীয় বংশোদ্ভূত ঘাজালা হাসমি। ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হাসমি হারিয়েছেন রিপাবলিকান দলের প্রার্থী জন রিডকে। এর আগে ভার্জিনিয়া সেনেটে নির্বাচিত হয়েছিলেন তিনি। তাঁর আগে কোন
ঘাজালা হাসমি


নিউ ইয়র্ক, ৫ নভেম্বর (হি.স.): ভার্জিনিয়ার লেফটেন্যান্ট গভর্নর পদে জিতলেন ভারতীয় বংশোদ্ভূত ঘাজালা হাসমি। ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হাসমি হারিয়েছেন রিপাবলিকান দলের প্রার্থী জন রিডকে।

এর আগে ভার্জিনিয়া সেনেটে নির্বাচিত হয়েছিলেন তিনি। তাঁর আগে কোনও দক্ষিণ এশিয়ান ওই সেনেটে নির্বাচিত হননি। তিনি লেফটেন্যান্ট গভর্নর পদে নির্বাচিত হওয়ায় তাঁর সেনেটর পদটি ফাঁকা হল। ফলে ফের সেনেটর পদে বিশেষ নির্বাচন হবে।

১৯৬৪ সালে হায়দরাবাদে জন্ম হয় ঘাজালার। শৈশব কাটে মামার বাড়ি মালাকপেটে। চার বছর বয়সে মা এবং বড় ভাইয়ের সঙ্গে তিনি চলে আসেন আমেরিকায়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande