
ওয়াশিংটন, ৫ নভেম্বর (হি.স.) : ভারত–মার্কিন সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েনের মধ্যেই দুই দেশের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ যোগাযোগের বার্তা দিল হোয়াইট হাউস। মঙ্গলবার প্রেস ব্রিফিংয়ে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী “নিয়মিত কথোপকথনে” আছেন এবং দুই দেশের বাণিজ্য আলোচনা “অগ্রগতির পথে”। লেভিট বলেন, “প্রেসিডেন্ট মোদীকে অত্যন্ত সম্মান করেন। তাঁদের মধ্যে ঘন ঘন যোগাযোগ হয়। আমাদের বাণিজ্য দল ভারতের সঙ্গে অত্যন্ত গুরুত্বের সঙ্গে আলোচনা চালাচ্ছে।”
বিগত কয়েক মাসে রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল আমদানি এবং মার্কিন শুল্কনীতিকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে কিছুটা ভাঁটা দেখা দিয়েছিল। ট্রাম্প-এর শুল্ক আরোপের পর নয়াদিল্লি নীরব কূটনৈতিক কৌশলে পরিস্থিতি সামলানোর পথ নেয়। সাম্প্রতিক মার্কিন নিষেধাজ্ঞার পর ভারতীয় তেল কোম্পানিগুলি রুশ তেলের ক্রয় কিছুটা সীমিত করেছে বলেও জানা গিয়েছে।
পর্যবেক্ষক মহলের মতে, হোয়াইট হাউসের এই বার্তা দুই দেশের বাণিজ্য আলোচনার বরফ গলছে বলে ইঙ্গিত দিচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি ভারতকে “বিশ্বস্ত বাণিজ্য সহযোগী” হিসেবে উল্লেখ করেছেন এবং দ্রুত একটি নতুন বাণিজ্য চুক্তি সম্পাদনের আশা প্রকাশ করেছেন। যদিও কোনও সময়সীমা এখনও স্থির হয়নি, দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক আলোচনার পরিবেশ যে অনেকটাই নরম হয়েছে, তা স্পষ্ট।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য