
মুম্বই, ৫ নভেম্বর (হি.স.): পরেশ রাওয়ালের দ্য তাজ স্টোরি ৩১শে অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিটি বক্স অফিসে সামান্য ব্যবসা করেছে। ছবিটি পঞ্চম দিনে আয় ১.৩৫ কোটি টাকা।
বুধবার বক্স অফিস সূত্রে জানা গেছে, ছবিটি প্রথম দিনে ১ কোটি টাকা আয় করেছে। রবিবার ছুটির কারণে তৃতীয় দিনে ২.৭৫ কোটি টাকা আয় করেছে। চতুর্থ দিনে এ ১.০৬ কোটি টাকা আয় করেছে। পঞ্চম দিনে ১.৩৫ কোটি টাকা আয় করেছে। এর ফলে ছবিটির মোট ঘরোয়া বক্স অফিস সংগ্রহ ৮.১৬ কোটি টাকা আয় করেছে। যদিও ২৫-৩০ কোটি বাজেটের ছবিটির খরচ পুনরুদ্ধারের জন্য এখনও পথ বাকি আছে। এই পরিসংখ্যানগুলি স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে দ্য তাজ স্টোরি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হচ্ছে। তবে দর্শকদের উৎসাহ ক্রমশ কমে যাচ্ছে বলে মনে হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন