
মুম্বই ,৫ নভেম্বর (হি.স.): ১৯৯৭ সালে মুক্তি পাওয়া দেশাত্মবোধক ছবি বর্ডার প্রতিটি ভারতীয়ের মনে গর্ব ও দেশপ্রেমের ঢেউ তুলেছিল। বর্ডার-২ এর প্রস্তুতি পুরোদমে চলছে। সানি দেওলের প্রত্যাবর্তনের পর কত, বরুণ ধাওয়ানের প্রথম লুক প্রকাশিত হয়েছে।
পোস্টারে বরুণ ধাওয়ানকে সেনাবাহিনীর পোশাকে দেখা যাচ্ছে। তার সামরিক অবতার, গম্ভীর মুখ এবং হাতে অস্ত্র, দর্শকদের মুগ্ধ করছে। এই পোস্টারটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ণ তুলেছে। ভক্তরা ছবিটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
সানি দেওল এবং বরুণ ধাওয়ানের পাশাপাশি, বর্ডার ২-এ আরও অভিনয় করেছেন দিলজিৎ দোসাঞ্জ, আহান শেঠি, মেধা রানা, মোনা সিং এবং সোনম বাজওয়া। ছবিটি যৌথভাবে ভূষণ কুমার এবং জে.পি. দত্ত প্রযোজনা করেছেন। এই দেশাত্মবোধক ছবিটি ২০২৬ সালের ২৩শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের সপ্তাহান্তে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। জে.পি. দত্তের মেয়ে নিধি দত্ত এর গল্প লিখেছেন। জে.পি. দত্ত বর্ডারও পরিচালনা করেছিলেন, যেখানে সানি দেওল, সুনীল শেঠি, অক্ষয় খান্না এবং জ্যাকি শ্রফের মতো অভিনেতাদের স্মরণীয় অভিনয় ছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন