হাফলঙে জেলা প্রশাসনের উদ্যোগে ‘বন্দেমাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠান
হাফলং (অসম), ৭ নভেম্বর (হি.স.) : রাষ্ট্রগীত ‘বন্দেমাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে হাফলঙে জেলা কমিশনারের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি শুরু হয় নির্বাচিত শিল্পীদের সমবেত কণ্ঠে ‘বন্দেমাতরম’ রাষ্ট্রগীতের মাধ্যমে। অনুষ্ঠানে
হাফলঙে সমবেত কণ্ঠে ‘বন্দেমাতরম’


হাফলং (অসম), ৭ নভেম্বর (হি.স.) : রাষ্ট্রগীত ‘বন্দেমাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে হাফলঙে জেলা কমিশনারের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি শুরু হয় নির্বাচিত শিল্পীদের সমবেত কণ্ঠে ‘বন্দেমাতরম’ রাষ্ট্রগীতের মাধ্যমে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসমের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের মন্ত্রী নন্দিতা গার্লোসা, জেলা কমিশনার মুনীন্দ্রনাথ নাগাতে, সিনিয়র পুলিশ সুপার রিপুঞ্জয় কাকতি, অতিরিক্ত জেলাশাসক, সহকারী আয়ুক্ত, বিভিন্ন সরকারি বিভাগের প্রধান, শিক্ষক এবং কর্মকর্তা প্ৰমুখ। নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের সরাসরি সম্প্রচার করা হয়েছে।

‘বন্দেমাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আজ ৭ নভেম্বর (২০২৫) থেকে আগামী বছর (২০২৬) ৭ নভেম্বর পর্যন্ত বছরব্যাপী গোটা দেশ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করবে। আজ এর আনুষ্ঠানিক সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী নন্দিতা গার্লোসা বলেন, সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি বন্দেমাতরম গান ভারতের স্বাধীনতা আন্দোলনকে অনুপ্রাণিত করার পাশাপাশি জাতীয় গর্ব ও ঐক্যের উদ্রেক করে চলেছে। কালজয়ী এই রচনার ১৫০ বছর উদযাপন বন্দেমাতরম-এর চেতনা এবং ভারতের ইতিহাসে এর অনন্য ভূমিকা উদযাপনের জন্য একটি জাতীয় স্মারক উদ্যোগ।

এদিকে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের কনফারেন্স হল-এ বন্দেমাতরম রাষ্ট্রগীতের ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজ। এতে উপস্থিত ছিলেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা সহ পরিষদের কার্যনির্বাহী সদস্য এবং অন্যান্য পারিষদবর্গ।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande