
জলপাইগুড়ি, ৭ নভেম্বর (হি. স.) : ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে আতঙ্কের কারণে এ বার মৃত্যুর অভিযোগ উঠল জলপাইগুড়িতে। মৃত্যু হল ৬২ বছরের এক বৃদ্ধের।
মৃতের নাম নরেন্দ্রনাথ রায়। শুক্রবার দুপুরে বাড়ির পাশের গাছ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। জলপাইগুড়ি শহর লাগোয়া খড়িয়া পঞ্চায়েতের বাসিন্দা নরেন্দ্র পেশায় ভ্যানচালক ছিলেন। পরিবারের দাবি, গত কয়েক দিন ধরেই এসআইআর নিয়ে মানসিক চাপে ছিলেন। ২০০২ সালের ভোটার তালিকায় নরেন্দ্রের নিজের নাম থাকলেও, ছিল না তাঁর দুই স্ত্রী বিনোদিনী রায় (প্রথম স্ত্রী) এবং মিনতি রায়ের (দ্বিতীয় স্ত্রী) নাম।
মৃতের মেয়ে সংবাদমাধ্যমকে বলেন, “বাবা সারা দিন একটাই কথা বলতেন, এ বার আমাদের ডিটেনশন ক্যাম্পে পাঠাবে না তো! তিন-তিন বার পঞ্চায়েতে গিয়ে খোঁজ নিয়েছিলেন নাম আছে কি না। সকলেই বোঝাত, কিছু হবে না। কিন্তু বাবা বিশ্বাসই করতে পারছিলেন না।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত