বালি পাচার কাণ্ডে ধৃত প্রথম অভিযুক্তর ১৩ দিনের ইডি হেফাজত
কলকাতা, ৭ নভেম্বর, (হি.স.): বালি পাচার কাণ্ডে প্রথম অভিযুক্ত হিসেবে ধৃত অরুণ শরাফকে শুক্রবার ইডি-র বিশেষ আদালতে পেশ করে ১৩ দিনের হেফাজতের আবেদন জানান আইনজীবী। অন্যদিকে, অরুণবাবুর আইনজীবী তাঁর জামিনের আবেদনই করেননি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি
বালি পাচার কাণ্ডে ধৃত প্রথম অভিযুক্তর ১৩ দিনের ইডি হেফাজত


কলকাতা, ৭ নভেম্বর, (হি.স.): বালি পাচার কাণ্ডে প্রথম অভিযুক্ত হিসেবে ধৃত অরুণ শরাফকে শুক্রবার ইডি-র বিশেষ আদালতে পেশ করে ১৩ দিনের হেফাজতের আবেদন জানান আইনজীবী। অন্যদিকে, অরুণবাবুর আইনজীবী তাঁর জামিনের আবেদনই করেননি।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, পরিকল্পনা করেই বালি খাদানের সরকারি টাকা তছরুপ করেছেন জিডি মাইনিংয়ের কর্ণধার অরুণ শরাফ ও তাঁর সংস্থা! যত ধরনের জালিয়াতি সম্ভব, তার সবটাই করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে অরুণ শরাফকে গ্রেফতার করে ইডি। তাঁকে দফায় দফায় জেরার পর এমনই বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য এসেছে ইডির হাতে। কেন্দ্রীয় তদন্তকারীরা জানাচ্ছেন, ওয়েস্টবেঙ্গল স্যান্ড (মাইনিং, ট্রান্সপোর্ট, স্টোরেজ ও সেল) বা WBMDTCL-এর সমস্ত নিয়মাবলিকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে বালি খনন এবং তা বিক্রি করে বিপুল মুনাফা লুটেছেন অরুণ শরাফ।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande