
উত্তর ২৪ পরগনা, ৭ নভেম্বর (হি.স.): বারাসত পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন অশনি মুখোপাধ্যায়। শুক্রবার তিনি ইস্তফা দিয়েছেন।জানা গেছে, তাঁর বদলে ওই পদে বসতে চলেছেন সুনীল মুখোপাধ্যায়। তিনি আগেও বারাসত পুরসভার চেয়ারম্যান ছিলেন। অশনি বলেন, নিশ্চয়ই দলের ভালর জন্যই আমাকে ইস্তফা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, ২০১০ সাল থেকে টানা দু'বারের পুরপ্রধান এবং পরের দু'বছর প্রশাসক হিসেবে বারাসত পুরসভার দায়িত্ব সামলেছেন সুনীল মুখোপাধ্যায়। গত লোকসভা নির্বাচনে বারাসত আসনটি তৃণমূল জিতে নিলেও পুর এলাকার ফলাফল শাসকদলকে চিন্তায় ফেলে দেয়। বারাসতের ৩৫টি ওয়ার্ডের মধ্যে ২৮টি ওয়ার্ডে লোকসভা নির্বাচনের নিরিখে পিছিয়ে ছিল তৃণমূল। পুরসভার একাধিক পরিষেবা নিয়ে মানুষের ক্ষোভ এবং প্রতিষ্ঠান বিরোধিতার কারণেই এই ফল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ