রিচাকে উপেক্ষার অভিযোগ বিজেপি বিধায়ক শঙ্করের
শিলিগুড়ি, ৭ নভেম্বর (হি.স.) : বিশ্বকাপ জয়ের পর শুক্রবার শিলিগুড়িতে নিজের বাড়িতে ফিরেছেন রিচা ঘোষ। এরই মধ্যে বিশ্বজয়ীকে নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। রাজ্যের সরকার তথা শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘো
রিচাকে উপেক্ষার অভিযোগ বিজেপি বিধায়ক শঙ্করের


শিলিগুড়ি, ৭ নভেম্বর (হি.স.) : বিশ্বকাপ জয়ের পর শুক্রবার শিলিগুড়িতে নিজের বাড়িতে ফিরেছেন রিচা ঘোষ। এরই মধ্যে বিশ্বজয়ীকে নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। রাজ্যের সরকার তথা শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।

রিচাকে ঘিরে স্থানীয়দের উন্মাদনার শেষ নেই। কিন্তু শঙ্কর ঘোষের অভিযোগ, বাংলার প্রথম বিশ্বচ্যাম্পিয়নকে উপেক্ষা করা হয়েছে! তৃণমূল সরকারের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

শঙ্করবাবু বলছেন, “ নারী-পুরুষ নির্বিশেষে রিচা হলেন বাংলার প্রথম ব্যক্তিত্ব যিনি বিশ্বকাপ জিতেছেন। তিনি যা করে দেখিয়েছেন, তা সৌরভ গঙ্গোপাধ্যায়ও পারেননি। অথচ বাংলার এই গর্বকে কলকাতার সরকার এবং ক্রীড়া দফতর সম্পূর্ণভাবে অবহেলা করেছে।”

কেন এমন মনে করেন শঙ্করবাবু, তা নিজেই ব্যাখ্যা দিয়েছেন তিনি। তাঁর কথায়, “পুরো কলকাতা শহর জুড়ে মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীদের হাসিমুখের হোর্ডিং ছড়িয়ে আছে, কিন্তু রিচার নামে একটা পোস্টারও নেই। ক্রীড়া দফতরের কোনও প্রতিনিধি বা মন্ত্রী দেখা পর্যন্ত করতে আসেননি রিচার সঙ্গে। এটা বাংলার ক্রীড়াবিদদের প্রতি চরম অসম্মান।”

বিশ্বকাপ জয়ী ক্রিকেটারকে শনিবার সিএবি-র পক্ষ থেকে ইডেন গার্ডেন্সে সংবর্ধনা দেওয়া হবে। রাজ্য সরকারের পক্ষ থেকেও আলাদা সংবর্ধনা পাবেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande