পূর্ব মেদিনীপুর জেলায় দুই সপ্তাহব্যাপী হকি বেঙ্গলের উদ্যোগে অনুশীলন ও প্রতিযোগিতা
কলকাতা, ৮ নভেম্বর (হি: স.) : জেলা স্তরেই হকির প্রসারে অভিনব উদ্যোগ নিঃসন্দেহে। পূর্ব মেদিনীপুর জেলায় চলছে দুই সপ্তাহব্যাপী আবাসিক হকির অনুশীলন শিবির। এদিন তা সমাপ্ত হয়েছে। উল্লেখ্য, গত ২৪ অক্টোবর থেকেই সাড়ম্বরে তা শুরু হয়। রোহিত কুমার হকির কোচ
হকি বেঙ্গলের উদ্যোগে সপ্তাহব্যাপী অনুশীলন ও প্রতিযোগিতা


কলকাতা, ৮ নভেম্বর (হি: স.) : জেলা স্তরেই হকির প্রসারে অভিনব উদ্যোগ নিঃসন্দেহে। পূর্ব মেদিনীপুর জেলায় চলছে দুই সপ্তাহব্যাপী আবাসিক হকির অনুশীলন শিবির। এদিন তা সমাপ্ত হয়েছে। উল্লেখ্য, গত ২৪ অক্টোবর থেকেই সাড়ম্বরে তা শুরু হয়। রোহিত কুমার হকির কোচ হিসেবেই দায়িত্ব পালন করেছেন। আবাসিকদের মধ্যেই অনুশীলন পর্বের সময়কালে প্রাথমিক ভিত্তিতেই সে ভাবে পাঠদান করেছেন তিনি। এই অনুশীলন পর্বের ফাঁকেই পাঁচদিনের আন্তঃ জেলা হকি প্রতিযোগিতা হয়। প্রসঙ্গত, ওই প্রতিযোগিতার মূল লক্ষ্য - জেলা স্তরে দল গঠন করা। এরপর তাদের রাজ্যস্তরে হকি চ্যাম্পিয়নশিপ - ২০২৫ খেলার সুযোগ মিলবে। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য - জেলাস্তরে ২৫ টি হকি স্টিক ও হকি বল বিতরণ করা হয়েছে। এর মূল আয়োজক - হকি বেঙ্গল।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande