হংকং সিক্সেস: বৃষ্টিবিঘ্নিত খেলায় পাকিস্তানকে ২ রানে হারিয়েছে ভারত
কলকাতা, ৭ নভেম্বর (হি.স.) : শুক্রবার টিন কোয়ং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে হংকং সিক্সেস ক্রিকেট টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে দুই রানে জয় পেয়েছে ভারত । রবিন উথাপ্পার ১১ বলে ২৮ রানের সুবাদে ভারত তাদের ছয় ওভারের কোটায় ৪ উইকেটে ৮৬ রান করতে সক্ষম হয়
হংকং সিক্সেস: বৃষ্টিবিঘ্নিত খেলায় পাকিস্তানকে ২ রানে হারিয়েছে ভারত


কলকাতা, ৭ নভেম্বর (হি.স.) : শুক্রবার টিন কোয়ং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে হংকং সিক্সেস ক্রিকেট টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে দুই রানে জয় পেয়েছে ভারত ।

রবিন উথাপ্পার ১১ বলে ২৮ রানের সুবাদে ভারত তাদের ছয় ওভারের কোটায় ৪ উইকেটে ৮৬ রান করতে সক্ষম হয়। দীনেশ কার্তিক (৬ বলে ১৭) এবং ভারত চিপলি (১৩ বলে ২৪) ক্যামিও খেলেন এবং উথাপ্পাকে ভালোভাবে সমর্থন করেন।

পাকিস্তানের ওপেনার খাজা নাফায়ের শুরুটা ছিল দুর্দান্ত এবং প্রথম ওভারেই তিনি ১৮ রান করেন। দ্বিতীয় ওভারেই স্টুয়ার্ট বিন্নি মাজ সাদাকাতকে (৩ বলে ৭) আউট করে দেন।

নাফায় (৯ বলে ১৮) এবং আব্দুল সামাদ (৬ বলে ১৬) ক্রিজে থাকা অবস্থায় পাকিস্তান তিন ওভারে ৪১/১ তে পৌঁছে যায়।

তবে বৃষ্টির কারণে খেলাটি বন্ধ হয়ে যায়। অবিরাম বৃষ্টিপাত হতে থাকায়, ম্যাচ কর্মকর্তারা খেলাটি সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেন।

পুল এ-তে ভারত দুই পয়েন্ট নিয়ে শীর্ষে, যেখানে পাকিস্তান দুই খেলায় একটি জয় ও একটি পরাজয় নিয়ে দ্বিতীয় স্থানে। কুয়েত এখনও পর্যন্ত একটিও পয়েন্ট না পাওয়ায় তলানিতে রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande