
কালনা, ৭ নভেম্বর (হি.স.): মহকুমাশাসকের কাছে পদত্যাগপত্র জমা দিলেন কালনার পুরপ্রধান আনন্দ দত্ত। শুক্রবার দুপুরে পদত্যাগপত্র জমা দেওয়ার সময়ে কেন দল তাঁকে সরিয়ে দিল এই প্রশ্ন করলে আনন্দ দত্ত বলেন, ‘দল হয়তো বড় কোনও দায়িত্ব দেবে। আমি দলের অনুগত সৈনিক। নিয়ম অনুযায়ী এর পরে উপ-পুরপ্রধান একটি বৈঠক ডাকবেন। সেখানে ঠিক হবে নতুন পুরপ্রধানের নাম। নতুন পুরপ্রধানকে শপথগ্রহণ করাবেন মহকুমাশাসক। যদিও, বৃহস্পতিবার তৃণমূল সূত্রে নতুন পুরপ্রধান হিসেবে রিনা বন্দ্যোপাধ্যায়ের নাম জানা গিয়েছিল। কালনার মহকুমা শাসক জানিয়েছেন খুব দ্রুত, সভা ডেকে শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, ছাব্বিশের ভোটের আগেই বর্ধমানের চার পুরসভায় রদবদল হয়। বৃহস্পতিবার এই সংক্রান্ত বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। কাটোয়া, দাঁইহাট ও গুসকরা পুরসভার পুরপ্রধান ও উপ-পুরপ্রধান পদে বদল করা হয়েছে।আর কালনা পুরসভার পুরপ্রধান পদে বদল করা হয়েছে। রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, রাজ্য নেতৃত্বের নির্দেশে এই বদল করা হয়েছে। খুব শীঘ্রই নতুন পুরপ্রধান ও উপপুরপ্রধানরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ