
কলকাতা, ৭ নভেম্বর (হি.স.): স্নাতক ও স্নাতকোত্তর ছাত্রীদের বিদেশে উচ্চশিক্ষার দিশা দেখাতে নতুন প্রচেষ্টা কলকাতার লরেটো কলেজের কেরিয়ার কাউন্সেলিং সেলের। শুক্রবার কলেজে হয়ে গেল একদিনব্যাপী স্টাডি অ্যাব্রড কেরিয়ার ফেয়ার। আয়োজনের নেপথ্যে ছিল ব্লু-স্কাই এডুকেশনাল সার্ভিসেস।
ব্রিটেন, জার্মানি, ইটালি, মার্কিন যুক্তরাষ্ট্র, স্পেন এর মতো দেশ থেকে বিভিন্ন ইউনিভার্সিটি - যেমন সাসেক্স, লীডস, ক্রার্ক, ক্যান্টারবেরি ক্রাইস্ট প্রভৃতি মিলিয়ে প্রায় কুড়িটির বেশি বিশ্ববিদ্যালয়গুলিতে পড়ার সুযোগ সুবিধা, আবেদনের প্রক্রিয়া নিয়ে এদের প্রতিনিধি হিসেবে হাজির ছিলেন ব্লু-স্কাই এর আধিকারিকরা। ছাত্রীদের পক্ষ থেকে এই উদ্যোগে আগ্রহ ছিল দেখার মতো।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ