
মুম্বই, ৭ নভেম্বর (হি.স.): দিল্লির ‘রোগ’ এ বার মুম্বই বিমানবন্দরেও। এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমে সমস্যার জেরে এ বার ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরেও বিপর্যস্ত উড়ান। এর জেরে একাধিক বিমানের সূচি পরিবর্তিত হয়, ফলে ভোগান্তিতে যাত্রীরা।
দিল্লিতে অটোমেটিক মেসেজ সুইচিং সিস্টেম (এএমএসএস) এর কারিগরি সমস্যার কারণে মুম্বই বিমানবন্দরেও বিমান চলাচল ব্যাহত হয়েছে। তার পরেই মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর যাত্রীদের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে। জানানো হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সমস্যা সমাধানের জন্য কাজ করছে।
উল্লেখ্য, শুক্রবার দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে দেরিতে চলে বিমান। বিমানবন্দর সূত্রের খবর পাওয়া যায়, ‘এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম’-এ প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। তারই প্রভাব পড়ছে বিমান চলাচলে। জানা যায়, শুক্রবার সকালে দিল্লি বিমানবন্দরে প্রযুক্তিগত ত্রুটির জেরে একাধিক বিমানে দেরি হয়। সকাল থেকে অন্তত শতাধিক বিমানের সময়সূচি ঘেঁটেছে বলে জানা গেছে বিমানবন্দর কর্তৃপক্ষর তরফে। এয়ার ট্র্যাফিক কন্ট্রোল-এর একটি প্রযুক্তিগত সমস্যার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। সমস্যার সমাধানে কাজ চলছে বলেও আশ্বাস দেয় তারা। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রেখে ফ্লাইট সংক্রান্ত আপডেট নেওয়ার পরামর্শ দেওয়া হয়। ইতিমধ্যেই একাধিক উড়ান সংস্থা যাত্রীদের উদ্দেশে বিজ্ঞপ্তি দেয়। বিমানবন্দরে যাওয়ার আগে ফ্লাইট স্ট্যাটাস দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ করেছে তারা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ