
কলকাতা, ৭ নভেম্বর, (হি.স.): ২০১৬ সালের একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করা হল। যদিও বিচারপতি জানিয়েছেন, হাইকোর্টে দায়ের হওয়ার মামলার নির্দেশের উপর নির্ভর করবে এই ফলাফলের ভবিষ্যৎ।
৫ বছরের বেশি পড়ানোর অভিজ্ঞতার জন্য স্কুল সার্ভিস কমিশন অতিরিক্ত ১০ নম্বর দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। এই মামলার রায় কোন দিকে যায় তার উপর নিয়োগের ভবিষ্যৎ নির্ভর করবে ৷
এ সংক্রান্ত একটি মামলার শুনানিতে শুক্রবার বিচারপতি অমৃতা সিনহা স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছেন, তারা ফল যেভাবে প্রকাশ করছে করুক তাতে আদালত বিধিনিষেধ আরোপ করছে না। তবে হাইকোর্টে দায়ের হওয়া মামলায় কী রায় হয়, তার উপর নির্ভর করবে পরীক্ষার ফলাফলের ভবিষ্যৎ।
সুপ্রিম কোর্ট চলতি বছরের ৩ এপ্রিল ২০১৬ সালের নিয়োগ হওয়া ২৬ হাজার প্রার্থীর চাকরি বাতিলের নির্দেশ দেওয়ার পাশাপাশি ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন পরীক্ষা নেওয়ারও নির্দেশ দিয়েছিল। সেই মতো পরীক্ষা নেয় কমিশন। এদিন তার ফল প্রকাশ।
কিন্তু অভিজ্ঞতার জন্য কেন ১০ নম্বর দেওয়া হবে সেই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে একাধিক মামলা। যাঁদের অভিজ্ঞতা নেই সেই ধরনের একাধিক প্রার্থী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁদের বক্তব্য, তাঁরা পরীক্ষা দেওয়ার আগেই ১০ নম্বর পিছিয়ে থাকছেন। বিচারপতি সব পক্ষকে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত