
দুর্গাপুর, ৭ নভেম্বর (হি. স.) : শুক্রবার এসআইআর প্রক্রিয়ার জন্য বিএলওর কাছ থেকে এনুমারেশন ফর্ম নিলেন বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। তিনি দুর্গাপুরের বাড়িতে বসে সেই ফর্ম পূরণ করে জমা দেন বিএলওর হাতে। বিএলওর সঙ্গে ছিলেন দুর্গাপুরের মহকুমাশাসক সুমন বিশ্বাস।
এদিন সাংসদ বলেন, ‘আমি এখানে নতুন ভোটার হয়েছি। এখানে এখনও ভোট দিইনি। এদিন আমাকে এনুমারেশন ফর্ম দেওয়া হল। আমি ২০০২ সালের ভোটার তালিকার তথ্য দিয়েছি।’ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাংসদ বলেন, ‘এই এসআইআর নিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় আগেই তো উদ্বেগ প্রকাশ করেছেন। আমিও তাঁদের সঙ্গে সহমত পোষণ করছি। অনেকে ভয়ে আত্মহত্যা করেছেন। কেউ কেউ আবার আত্মহত্যার চেষ্টা করেছেন। খুব চিন্তার বিষয়। আমরা চাই একজনও বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ না যায়।’ তিনি আরও বলেন, ‘দলনেত্রীর নির্দেশ মতো এসআইআর নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে অন্য জায়গার মতো দুর্গাপুরেও ১৫ টা শিবির করা হয়েছে। বৃহস্পতিবার থেকে আমি সেইসব শিবিরে ঘুরছি। এইসব শিবির থেকে সাধারণ মানুষদেরকে সবরকম সাহায্য করা হচ্ছে।’
হিন্দুস্থান সমাচার / সোনালি