
বিশালগড় (ত্রিপুরা), ৭ নভেম্বর (হি.স.) : সিপাহীজলা জেলার বিশালগড়ে আইনশৃঙ্খলার অবস্থা ফের প্রশ্নের মুখে। শুক্রবার সকালে প্রকাশ্য বাজারে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা—বিএসএফ জওয়ানদের গাড়ি ভাঙচুর ও জওয়ানদের উপর হামলা।
সূত্রের খবর, সকালে কামথানার দিক থেকে একটি গরু বোঝাই গাড়ি বিশালগড়ের দিকে আসছিল। কামথানা বিওপি'র বিএসএফ জওয়ানরা গাড়িটিকে আটকানোর চেষ্টা করলে সেটি না দাঁড়িয়ে দ্রুতগতিতে ছুটে যায়। পথে বিশালগড় বাজার এলাকায় দুটি গাড়িতে ধাক্কা মেরে নিউ মার্কেটের সাপ্তাহিক গরু বাজারে পৌঁছে যায়।
পিছু পিছু বিএসএফের গাড়ি বাজারে পৌঁছাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় কিছু দুষ্কৃতী প্রকাশ্যে বিএসএফের গাড়ি ভাঙচুর করে ও জওয়ানদের উপর হামলা চালায়। ঘটনায় পাঁচজন জওয়ান আহত হয়েছেন বলে জানা গেছে।
খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কর্তৃপক্ষের পক্ষ থেকে ব্যবসায়ীদের উদ্দেশ্যে সতর্ক বার্তা দেওয়া হয়—দেশ রক্ষায় নিয়োজিত জওয়ানদের উপর এমন হামলা সমাজের জন্য লজ্জাজনক ও নিন্দনীয়।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ