রাজ্যপালের উপস্থিতিতে আমবাসায় 'বন্দে মাতরম'-এর ১৫০ বছর উদযাপন
আমবাসা (ত্রিপুরা), ৭ নভেম্বর (হি.স.) : ধলাই জেলার আমবাসা টাউন হলে শুক্রবার অনুষ্ঠিত হয় ''বন্দে মাতরম'' সংগীতের ১৫০ বছর পূর্তি উপলক্ষে জেলা স্তরের বর্ণাঢ্য অনুষ্ঠান। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি
বন্দে মাতরম অনুষ্ঠান


আমবাসা (ত্রিপুরা), ৭ নভেম্বর (হি.স.) : ধলাই জেলার আমবাসা টাউন হলে শুক্রবার অনুষ্ঠিত হয় 'বন্দে মাতরম' সংগীতের ১৫০ বছর পূর্তি উপলক্ষে জেলা স্তরের বর্ণাঢ্য অনুষ্ঠান। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের প্রাণী সম্পদ উন্নয়ন ও মৎস্য দফতরের মন্ত্রী সুধাংশু দাস, বিধায়িকা স্বপ্না দাস পাল, জেলা সভাধিপতি সুস্মিতা দাস, ধলাই জেলা শাসক বিবেক এইচ বি সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।

অনুষ্ঠানের সূচনায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সঙ্গে রাজ্যপাল ও অতিথিরা একসাথে এক সুরে “বন্দে মাতরম” সংগীত গাইলেন। এরপর দিল্লি থেকে সরাসরি সম্প্রচারিত জাতীয় স্তরের অনুষ্ঠানটি সবাই একত্রে উপভোগ করেন।

রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু তাঁর বক্তব্যে 'বন্দে মাতরম' সংগীতের ঐতিহাসিক গুরুত্ব ছাত্র-ছাত্রীদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, “বন্দে মাতরম ছিল স্বাধীনতা সংগ্রামীদের হৃদয়ের সঙ্গীত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই অমর সংগীতটি রচনা করেছিলেন, আর রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম এটি সুরে বেঁধে গেয়েছিলেন।”

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande