তিপ্রাসা চুক্তি বাস্তবায়নে অগ্রগতি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে আশাবাদী প্রদ্যোত
আগরতলা, ৭ অক্টোবর (হি.স.) : ত্রিপুরার জনজাতি ভিত্তিক আঞ্চলিক দল তিপ্রা মথা পার্টির (টিএমপি) সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ শুক্রবার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকে তিপ্রাসা চুক্তির বাস্তবায়নসহ বিভিন্ন ব
ত্রিপুরা সরকার


আগরতলা, ৭ অক্টোবর (হি.স.) : ত্রিপুরার জনজাতি ভিত্তিক আঞ্চলিক দল তিপ্রা মথা পার্টির (টিএমপি) সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ শুক্রবার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকে তিপ্রাসা চুক্তির বাস্তবায়নসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সূত্রের খবর, কিছু মহল কর্তৃক আপত্তির কারণে চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া কিছুদিন ধরে স্থগিত ছিল।

নয়াদিল্লিতে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় চুক্তির পর তিপ্রা মথা নেতৃত্ব বারবার দাবি জানিয়ে আসছিল যে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে চুক্তির সব ধাপ সম্পন্ন করতে হবে। যদিও বাস্তবে নানা জটিলতায় প্রক্রিয়াটি বিলম্বিত হয়েছে।

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর প্রদ্যোত কিশোর দেববর্মণ একে “ফলপ্রসূ” বলে উল্লেখ করেন। তিনি বলেন, “বৈঠকে আমরা আমাদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছি। মুখ্যমন্ত্রী মনোযোগ দিয়ে আমাদের বক্তব্য শুনেছেন। আলোচনাও ইতিবাচকভাবে এগোচ্ছে, যা উৎসাহব্যঞ্জক।” তিনি আরও জানান, এই বৈঠকে টিটিএএডিসি ও ভিলেজ কমিটি নির্বাচনের বিষয়গুলি আলোচনার অন্তর্ভুক্ত ছিল না।

সাম্প্রতিক সপ্তাহগুলিতে মুখ্যমন্ত্রী ডাঃ সাহার সঙ্গে এটি ছিল প্রদ্যোত কিশোর দেববর্মণের দ্বিতীয় সাক্ষাৎ। রাজনৈতিক মহলের মতে, এই ধারাবাহিক বৈঠক ক্ষমতাসীন বিজেপি ও তিপ্রা মথার মধ্যে সম্পর্কের দূরত্ব কমানোর প্রচেষ্টা।

যদিও দুই দল প্রকাশ্যে বিরোধ এড়িয়ে চলেছে, তথাপি তিপ্রাসা চুক্তি বাস্তবায়নে দীর্ঘ বিলম্বের কারণে দলীয় মহলে কিছু অসন্তোষ দেখা দিয়েছে বলে জানা গেছে।

জনজাতি সমাজের সাংবিধানিক অধিকারের দাবিতে তিপ্রা মথা যে আন্দোলন শুরু করেছিল, তিপ্রাসা চুক্তি তারই ফলশ্রুতি। তবে চুক্তি স্বাক্ষরের ১৮ মাস পরও উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় অনেকেই এর বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। অন্যদিকে, বিরোধী দলও এই বিষয়টিকে রাজনৈতিকভাবে কাজে লাগাতে সক্রিয় ভূমিকা নিচ্ছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande