আগরতলায় পুলিশ হেডকোয়ার্টারে 'বন্দে মাতরম'-এর ১৫০ বছর উদযাপন
আগরতলা, ৭ নভেম্বর (হি.স.) : শুক্রবার আগরতলায় পুলিশ হেডকোয়ার্টারে জাতীয় চেতনার প্রতীক ও দেশ মাতৃকার বন্দনা মন্ত্র “বন্দে মাতরম”-এর রচনার ১৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা পুলিশের মহা নির্দেশক (ডিজিপি) অন
পুলিশ হেডকোয়ার্টারে অনুষ্ঠান


আগরতলা, ৭ নভেম্বর (হি.স.) : শুক্রবার আগরতলায় পুলিশ হেডকোয়ার্টারে জাতীয় চেতনার প্রতীক ও দেশ মাতৃকার বন্দনা মন্ত্র “বন্দে মাতরম”-এর রচনার ১৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা পুলিশের মহা নির্দেশক (ডিজিপি) অনুরাগ ধ্যানকর, রাজ্যের বিভিন্ন স্তরের পুলিশ আধিকারিক ও কর্মীরা।

অনুষ্ঠানের সূচনা হয় “বন্দে মাতরম” গান পরিবেশনের মধ্য দিয়ে, যেখানে দেশপ্রেম ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বক্তারা বলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত “বন্দে মাতরম” শুধু একটি গান নয়, এটি ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অনন্য প্রেরণা হিসেবে কাজ করেছে।

ডিজিপি অনুরাগ ধ্যানকর তাঁর বক্তব্যে বলেন, “দেশপ্রেম, শৃঙ্খলা ও কর্তব্যবোধ আমাদের পেশার মূলভিত্তি। ‘বন্দে মাতরম’-এর চেতনাকে ধারণ করেই আমরা জাতির সেবা করে যাচ্ছি।”

অনুষ্ঠানের শেষে জাতীয় পতাকা উত্তোলন ও সম্মিলিত সঙ্গীত পরিবেশনের মাধ্যমে উদযাপনের সমাপ্তি ঘটে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande