
আগরতলা, ৭ অক্টোবর (হি.স.) : তীব্র গতিতে ছুটে চলা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে ধাক্কা মেরে উল্টে নর্দমায় পড়ে যায়। দুর্ঘটনাটি ঘটেছে অসম-আগরতলা জাতীয় সড়কের রেশমবাগান ক্লাবের উল্টোদিকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টিআর০১জে২১২৪ নম্বরের গাড়িটি খয়েরপুর থেকে আগরতলার দিকে আসছিল। অতিরিক্ত গতির কারণে গাড়িটি ব্রিজে ধাক্কা মেরে একাধিকবার উল্টে গিয়ে নালায় পড়ে যায়। বিকট শব্দে এলাকাবাসী ছুটে এসে ঘটনাস্থলে পৌঁছান এবং দেখতে পান গাড়িটি উল্টে পড়ে আছে, কিন্তু চালক বা কোনো যাত্রীকে সেখানে পাওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। তবে গাড়ির চালক বা যাত্রীরা দুর্ঘটনার পর কোথায় গিয়েছেন, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। পুলিশকে খবর দেওয়া হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।
তীব্র গতির কারণে প্রায়শই এই এলাকায় দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ স্থানীয়দের। তারা প্রশাসনের কাছে দ্রুত গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ