আমতলিতে স্কুল বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, আহত এক ডজনেরও বেশি পড়ুয়া
আগরতলা, ৭ নভেম্বর (হি.স.) : আমতলি থানার অন্তর্গত বাইপাস রোডে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৬০ বছর বয়সী মহিলা। শুক্রবার সকালে ডুকলি এলাকার কাছে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের বাস দুর্ঘটনাগ্রস্ত হয়, কমপক্
মৃত্যু


আগরতলা, ৭ নভেম্বর (হি.স.) : আমতলি থানার অন্তর্গত বাইপাস রোডে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৬০ বছর বয়সী মহিলা। শুক্রবার সকালে ডুকলি এলাকার কাছে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের বাস দুর্ঘটনাগ্রস্ত হয়, কমপক্ষে ১৩ জন স্কুল পড়ুয়া আহত হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত মহিলার নাম খেলন সরকার (৬০)। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, মহিলাটি একটি ছাগলের পিছনে ধাওয়া করতে করতে রাস্তার মাঝখানে এসে পড়েন। ঠিক সেই সময় দ্রুত গতিতে স্কুলগামী শিক্ষার্থীদের বহনকারী বাসটি ওই মহিলাকে ধাক্কা দেয়। ধাক্কার জেরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রধান সড়ক থেকে ছিটকে পড়ে যায়।

আমতলি থানার ওসি পরিতোষ দাস জানান, “দুর্ঘটনার সঙ্গে সঙ্গে বাসের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। প্রায় ৩৫ জন ছাত্র ছাত্রী ছিল বাসটিতে, যাদের মধ্যে ১৩ জন আহত হয়েছে। আহতদের ত্রিপুরা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়, প্রাথমিক চিকিৎসার পর সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে।” দুর্ঘটনার পর স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে চালকের বেপরোয়া গাড়ি চালানোর প্রতিবাদ জানান। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

এদিকে, বিজেপি রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় দাঁড়িয়ে আহত শিক্ষার্থীদের দ্রুত চিকিৎসার নির্দেশ দেন।

ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। তিনি এক সোশ্যাল মিডিয়া বার্তায় লিখেছেন, “আমতলি বাইপাস সড়কে ঘটে যাওয়া দুর্ঘটনায় একজন বৃদ্ধার মৃত্যু ও কয়েকজন শিক্ষার্থীর আহত হওয়ার খবর পেয়ে গভীরভাবে মর্মাহত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং পুলিশকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছি।”

ময়নাতদন্তের জন্য মৃতদেহটি হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, পলাতক বাস চালকের খোঁজে তল্লাশি চলছে। একটি মামলা রুজু করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande