
রিয়াদ, ৯ নভেম্বর(হি.স.): নতুন ইতিহাস গড়ার পথে দ্রুত এগিয়ে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে প্রত্যেক ম্যাচে গোল করেই যাচ্ছেন তিনি। শনিবার নিয়োম এসসির বিপক্ষে করলেন কেরিয়ারের ৯৫৩তম গোল। হাজার গোলের পথে তিনি এগিয়ে গেলেন আরও এক ধাপ।
কিং খালিদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত সৌদি প্রো লিগের ম্যাচে আল নাসর ৩-১ গোলে জয়লাভ করে। বিরতির পর পেনাল্টি থেকে গোল করেন পর্তুগিজ মহাতারকা। সৌদি লিগে ৮৫ ম্যাচ খেলা রোনাল্ডোর এটা শততম গোল অবদান।
ফুটবল ইতিহাসে এখনও পর্যন্ত কোনও খেলোয়াড় প্রতিযোগিতামূলক ম্যাচে ১০০০ গোল করতে পারেননি। পেলে ও রোমারিও করেছিলেল,কিন্ত সেটা ছিল প্রীতি ম্যাচসহ। অথচ রোনাল্ডো যা করছেন, তা সম্পূর্ণ অফিসিয়াল প্রতিযোগিতায়। ৯৫৩ গোল করতে খেলেছেন ১২৯৫ ম্যাচ।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি