রঞ্জি ট্রফিতে সুমন্ত গুপ্ত'র দ্বিতীয় শতরানের ইনিংস
সুরাট, ৯ নভেম্বর (হি. স.) : রঞ্জি ট্রফিতে রেলওয়েজ এর বিরুদ্ধে বাংলা এখন সুবিধেজনক অবস্থায়। মধ্যাহ্নভোজের বিরতির আগে তাদের দলগত স্কোর - ৭ উইকেট হারিয়ে ৪১০ রান। রবিবার দিনের শুরুতেই নামে ব্যাটিংয়ে গতকালের অপরাজিত জুটি - অনুষ্টুপ মজুমদার ও সুমন্ত
রঞ্জি ট্রফি ক্রিকেটে সুমন্ত গুপ্ত প্রথম শতরানের ইনিংস


সুরাট, ৯ নভেম্বর (হি. স.) : রঞ্জি ট্রফিতে রেলওয়েজ এর বিরুদ্ধে বাংলা এখন সুবিধেজনক অবস্থায়। মধ্যাহ্নভোজের বিরতির আগে তাদের দলগত স্কোর - ৭ উইকেট হারিয়ে ৪১০ রান। রবিবার দিনের শুরুতেই নামে ব্যাটিংয়ে গতকালের অপরাজিত জুটি - অনুষ্টুপ মজুমদার ও সুমন্ত গুপ্ত। এদিন বেলা যত গড়িয়েছে খেলাও তত এগিয়েছে। অনুষ্টুপের শতরানের ইনিংস গড়ে তুলতে তাকে ১৯টি বাউন্ডারি আদায় করতে হয়েছে। এর ফাঁকেই রবিবার বাংলা দলকে দ্বিতীয় শতরানের ইনিংস উপহার দিয়েছে সুমন্ত গুপ্ত।

অন্যদিকে রেলওয়েজ এর বোলারদের দাপট প্রথম দিনের তুলনায় কম ছিল। তবে বাংলার একজোড়া উইকেট পতন হয় মধ্যাহ্নভোজের বিরতির আগে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande