রঞ্জি ট্রফিতে প্রথম ইনিংসে বাংলার ৪৭৪ রানের জবাবে রেলওয়েজের রান ৯৭
সুরাট, ৯ নভেম্বর (হি. স.) : রঞ্জি - ট্রফিতে বাংলার প্রথম ইনিংস ৪৭৪ রানে শেষ হয়েছে। ১২৯.৫ ওভার খেলে বাংলা দল। রবিবার জোড়া শতরানের সুবাদে বাংলা দল লড়াইয়ের মধ্যে রয়েছে। দুই খেলোয়াড় ব্যাটিংয়ে বাংলা দলকে ভরসা যোগায়। খেলার সেরা - অনুষ্টুপ মজুমদা
রঞ্জি ট্রফি ক্রিকেটে একনজরে বাংলা ও রেলওয়েজ


সুরাট, ৯ নভেম্বর (হি. স.) : রঞ্জি - ট্রফিতে বাংলার প্রথম ইনিংস ৪৭৪ রানে শেষ হয়েছে। ১২৯.৫ ওভার খেলে বাংলা দল। রবিবার জোড়া শতরানের সুবাদে বাংলা দল লড়াইয়ের মধ্যে রয়েছে। দুই খেলোয়াড় ব্যাটিংয়ে বাংলা দলকে ভরসা যোগায়। খেলার সেরা - অনুষ্টুপ মজুমদার - ১৩৫ রান ও সুমন্ত গুপ্ত - ১২০ রান করেছে। সেইসঙ্গে শাহবাজ আহমেদ - ৮৬ রান রান তুলে নিয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। বাংলার প্রথম সারির তিন খেলোয়াড় ব্যাটিংয়ে কৃতিত্বের প্রমাণ রেখেছে।

মধ্যাহ্নভোজের পর বাংলা দল ফিল্ডিং করতে নামে। এরপর দ্বিতীয় দফায় খেলা শুরু হয়। চা পান বিরতির আগেই এদিন দুর্দান্ত পেস বোলিং শুরু করে সুরজ সিন্ধু জয়সোয়াল। বেকায়দায় রেলওয়েজের দল। দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ৩৮ ওভারে - ৫/৯৭ রান। প্রথম ইনিংসের চারটি উইকেট এদিন পরপর তুলে নিয়েছে সুরজ মাত্র ১৭ রানে। উইকেটে বেশি সময় স্থায়ী হতে দেয় নি। শেষের উইকেটটিও তুলে নেয় ১৯ রানে শাহবাজ আহমেদ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande