
কলকাতা, ৯ নভেম্বর (হি.স.) : ভারতীয় টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজ শনিবার আনুষ্ঠানিকভাবে বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, তিনি হিরণ্ময় চ্যাটার্জির স্থলাভিষিক্ত হয়েছেন । বার্ষিক সাধারণ সভার পর তিনি এই পদে আসীন হলেন।
পেসের নেতৃত্বে, পশ্চিমবঙ্গ বিভিন্ন ক্রীড়া সংস্থার নেতৃত্বদানকারী দুই আইকনকে গর্বিত করেছে - প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি গত মাসে ছয় বছর পর ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি হিসেবে ফিরে এসেছেন ।
গত মাসে সর্বসম্মতিক্রমে পুরুষ এবং মিশ্র দ্বৈতে ১৮ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়নকে বিটিএ প্রধান হিসেবে প্রস্তাব করা হয়েছিল।
অ্যাসোসিয়েশনের সম্মানসূচক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা পেস বাংলার টেনিসকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
আবেগপ্রবণ পেস বলেন, তার যাত্রা শুরু হয়েছিল একই অ্যাসোসিয়েশনে যেখানে তিনি জুনিয়র হিসেবে খেলে বড় হয়েছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি