জোড়া গোল ও অ্যাসিস্টের ম্যাচে মেসির রেকর্ড, মায়ামি সেমিফাইনালে
ফ্লোরিডা, ৯ নভেম্বর(হি.স.): প্রথম রাউন্ডের শেষ ম্যাচে নাশভিলেকে ৪-০ গোলে হারানোর ম্যাচে মেসি জোড়া গোল ও অ্যাসিস্ট করেছেন। এই জয়ে মায়ামি প্রথমবারের মতো এমএলএসের প্লে-অফের সেমিফাইনালে উঠেছে। গত মরসুমে প্রথম রাউন্ড থেকে বাদ পড়েছিল মায়ামি, আর ২০২৩ ম
জোড়া গোল ও অ্যাসিস্টের ম্যাচে মেসির রেকর্ড, মায়ামি সেমিফাইনালে


ফ্লোরিডা, ৯ নভেম্বর(হি.স.): প্রথম রাউন্ডের শেষ ম্যাচে নাশভিলেকে ৪-০ গোলে হারানোর ম্যাচে মেসি জোড়া গোল ও অ্যাসিস্ট করেছেন। এই জয়ে মায়ামি প্রথমবারের মতো এমএলএসের প্লে-অফের সেমিফাইনালে উঠেছে। গত মরসুমে প্রথম রাউন্ড থেকে বাদ পড়েছিল মায়ামি, আর ২০২৩ মরসুমে প্লে-অফে উঠতে পারেনি তারা।

সেমিফাইনালে মায়ামি খেলবে এফসি সিনসিনাটির বিপক্ষে। ২২ কিংবা ২৩ নভেম্বর ওই ম্যাচটি হবে। ইস্টার্ন কনফারেন্সের আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে ফিলাডেলফিয়া ইউনিয়ন ও নিউইর্য়ক সিটি।

শেষ গোলে অ্যাসিস্ট দিয়ে মেসি ব্যক্তিগত একটি রেকর্ড গড়েছেন। পেশাদার কেরিয়ারে ৪০০ অ্যাসিস্টের মাইলফলকে পৌঁছলেন তিনি। একটিভ খেলোয়াড়দের মধ্যে তার চেয়ে বেশি আর কারো অ্যাসিস্ট নেই। সর্বোচ্চ ৪০৪ অ্যাসিস্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদের প্রয়াত ফুটবলার ফেরেঙ্ক পুসকাস। সে হিসাবে বিশ্বরেকর্ড গড়তে মেসির দরকার আর ৫ অ্যাসিস্ট।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande