
ফয়সালাবাদ, ৯ নভেম্বর (হি.স.) :
লুয়ান-ড্রে প্রিটোরিয়াস ও কুইন্টন ডি ককের ব্যাটে ভালো শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু ডি কক ফিরতেই ধস নামে প্রোটিয়াদের ব্যাটিং অর্ডারে। শাহীন শাহ আফ্রিদি, আবরার আহমেদ ও সালমান আলী আগার বোলিংয়ে ১৪৩ রানেই গুটিয়ে যায় সফরকারীরা।
পাকিস্তানের হয়ে ৪ উইকেট নিয়েছেন আবরার। ২টি করে উইকেট শিকার করেছেন সালমান ও শাহীন আফ্রিদি।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে প্রথমে ফখর জামান দ্রুত ফিরলেও সাইম আইয়ুবের দুর্দান্ত(৭৭) ব্যাটিংয়ে ৭ উইকেটের জয় পায় পাকিস্তান। শেষ ম্যাচ জিতে সিরিজও নিজেদের করে নেয় স্বাগতিকরা। নিজেদের ইতিহাসে এবারই প্রথমবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ পাকিস্তান ২-১ জিতল।
ম্যান অব দা ম্যাচ হয়েছেন আবরার আহমেদ ও
ম্যান অব দা সিরিজ হয়েছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি