
সাব্রুম (ত্রিপুরা), ১০ ডিসেম্বর (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম থানাধীন পশ্চিম লুধুয়া গ্রামের চণ্ডীপাড়াতে এক চাঞ্চল্যকর ধর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত আনুমানিক দেড়টা নাগাদ ৪৫ বছর বয়সী অলিন্দ্র ত্রিপুরার বিরুদ্ধে নিজের ১৩ বছরের নাবালিকা কন্যাকে ধর্ষণের অভিযোগ এনে সাব্রুম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্র অনুযায়ী, অভিযোগকারী কন্যাকে থানায় আনা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। গভীর রাতে মুখে চাপা দিয়ে রাবার বাগানে নিয়ে গিয়ে এই ধর্ষণ করা হয় বলে অভিযোগে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে দক্ষিণ জেলা সদর বিলোনিয়া থেকে ফরেনসিক দল ঘটনাস্থলে যায়।
বুধবার সকাল ১০টার দিকে চণ্ডীপাড়ার রাবার বাগানে ধর্ষিতার আত্মীয় রাজকুমার ত্রিপুরা সংবাদমাধ্যমকে জানান, অভিযুক্ত অলিন্দ্র ত্রিপুরা ঘটনার পর থেকেই পলাতক। সাব্রুম থানার পুলিশ ইতিমধ্যেই বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে এবং অভিযুক্তকে দ্রুত খুঁজে বের করার জন্য তল্লাশি অভিযান শুরু করেছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ