নতুন বুথ চিহ্নিত না হওয়ায় কমিশন খসরা ভোটার তালিকা প্রকাশ করবে
কলকাতা, ১০ ডিসেম্বর (হি. স.) : নির্দেশ অনুযায়ী নতুন বুথ চিহ্নিত না হওয়ায় আগের বুথ-মানচিত্র অনুযায়ী পশ্চিমবঙ্গের সব বিধানসভা আসনে খসরা তালিকা প্রকাশ করা হবে। বুধবার লিখিতভাবে নির্বাচন কমিশন একথা জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশনকে। চিঠিতে জানানো হয়ে
নতুন বুথ চিহ্নিত না হওয়ায় কমিশন খসরা ভোটার তালিকা প্রকাশ করবে


কলকাতা, ১০ ডিসেম্বর (হি. স.) : নির্দেশ অনুযায়ী নতুন বুথ চিহ্নিত না হওয়ায় আগের বুথ-মানচিত্র অনুযায়ী পশ্চিমবঙ্গের সব বিধানসভা আসনে খসরা তালিকা প্রকাশ করা হবে। বুধবার লিখিতভাবে নির্বাচন কমিশন একথা জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশনকে।

চিঠিতে জানানো হয়েছে, জাতীয় কমিশনের সিদ্ধান্ত, এসআইআর প্রক্রিয়া যেহেতু সময়-সীমার মধ্যে শেষ করতে হবে, তাই এখন নতুন করে পরিবর্তন আনা সম্ভব নয়। ১৬ ডিসেম্বরের পরে নতুন সমীক্ষা বাধ্যতামূলক।

চিঠিতে কমিশন বলেছে— ডিইও–দের বারবার নির্দেশ দেওয়া হয়েছিল। ২৮ নভেম্বরের পর্যালোচনা বৈঠকেও একই সতর্কতা দেওয়া হয়। তবুও নতুন বুথের কোনও প্রস্তাব জমা না পড়ায় ডিইও–দের এই ব্যর্থতাকে আমরা অত্যন্ত গুরুতর ভাবে দেখছি।” এ ব্যাপারে জনপ্রতিনিধিত্ব আইন ২৫ নম্বর ধারায় দেওয়া বিধিবদ্ধ দায়িত্ব পালনে জেলা ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য কমিশনের।

এ ব্যাপারে কমিশন নতুন সময়সীমা দিয়েছে: ১৬ ডিসেম্বর, ২০২৫— খসরা ভোটার তালিকা প্রকাশ হবে।তারপর ডিইও–রা বহুতল, হাউজিং সোসাইটি, গেটেড কলোনি, বস্তি— যেসব জায়গায় ২৫০টি বাড়ি বা ৫০০ ভোটার আছে, সেখানে সর্বনিম্ন তলায় ঘর খুঁজে বুথ বসানোর উপযুক্ততা খতিয়ে দেখবেন। বস্তি এলাকায় অতিরিক্ত বুথ তৈরির সম্ভাবনাও খতিয়ে দেখতে হবে। ৩১ ডিসেম্বরের মধ্যে রিপোর্ট জমা বাধ্যতামূলক

সব জেলা নির্বাচন আধিকারিককে নির্দেশ, ৩১ ডিসেম্বর, ২০২৫-এর মধ্যে নতুন বুথ সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রস্তাব মুখ্য নির্বাচন দফতরের মাধ্যমে কমিশনে পাঠাতে হবে। তারপর কমিশন অনুমোদন দিলে চূড়ান্ত তালিকা প্রকাশের আগে প্রয়োজনীয় পুনর্বিন্যাস করা হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande