
নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.): গ্রেফতারি এড়াতে আগাম জামিনের আবেদন জানালো গোয়ার রেস্তোরাঁ তথা নাইট ক্লাবের অন্যতম মালিক সৌরভ লুথরা ও গৌরব লুথরা। গোয়ার নাইট ক্লাবে আগুন লেগে ২৫ জনের মৃত্যুর খবর শুনে দেশ ছেড়ে পালিয়ে সৌরভ ও গৌরব আশ্রয় নিয়েছেন থাইল্যান্ডের ফুকেটে। গোয়া পুলিশ সূত্রে খবর, আইনজীবীদের মাধ্যমে দিল্লির রোহিনী আদালতে আগাম জামিনের আবেদন করেছেন দুই ভাই। এই আবেদনের শুনানি সম্ভবত বুধবারই।
উল্লেখ্য, কিছু দিন আগে গোয়ার একটি রেস্তোরাঁয় ভয়াবহ আগুন লাগে। সেই অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যু হয়। এই ঘটনার তদন্তে নেমে বেশ কয়েকজনকে পুলিশ গ্রেফতারও করেছে।
এদিকে, এই অগ্নিকাণ্ডে এ বার ক্লাবের আর এক অংশীদারকে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে, ধৃত ব্যক্তি ওই ক্লাবের চার মালিকের এক জন। তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম অজয় গুপ্ত। মঙ্গলবার রাতে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। অজয় দাবি করেন, ‘‘আমি এই ক্লাবের এক জন অংশীদার মাত্র। এই ঘটনায় আমার কোনও ভূমিকা নেই। ক্লাবে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, এটা জানতামই না।’’
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ