সি. রাজাগোপালাচারীকে শ্রদ্ধা নরেন্দ্র মোদীর
নয়াদিল্লি, ৯ ডিসেম্বর, (হি.স.): “স্বাধীনতা সংগ্রামী, চিন্তাবিদ, বুদ্ধিজীবী, রাষ্ট্রনায়ক... শ্রী সি. রাজাগোপালাচারীর কথা মনে পড়লেই এই বর্ণনাগুলো মনে ভেসে ওঠে। তাঁর জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধাঞ্জলি।” বুধবার এক্সবার্তায় এখবর লিখলেন ভারতের প্রধানমন্
সি. রাজাগোপালাচারীকে শ্রদ্ধা নরেন্দ্র মোদীর


নয়াদিল্লি, ৯ ডিসেম্বর, (হি.স.): “স্বাধীনতা সংগ্রামী, চিন্তাবিদ, বুদ্ধিজীবী, রাষ্ট্রনায়ক... শ্রী সি. রাজাগোপালাচারীর কথা মনে পড়লেই এই বর্ণনাগুলো মনে ভেসে ওঠে। তাঁর জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধাঞ্জলি।” বুধবার এক্সবার্তায় এখবর লিখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী লিখেছেন, “তিনি বিংশ শতাব্দীর অন্যতম তীক্ষ্ণ মনের অধিকারী, যিনি মূল্যবোধ তৈরি এবং মানবিক মর্যাদা সমুন্নত রাখতে বিশ্বাস করতেন। আমাদের দেশ কৃতজ্ঞতার সঙ্গে তাঁর অক্লান্ত অবদানকে স্মরণ করে। রাজাজির জন্মবার্ষিকীতে, সংরক্ষণাগার থেকে কিছু আকর্ষণীয় তথ্য ভাগ করে নেওয়া হচ্ছে, যার মধ্যে রয়েছে একজন তরুণ রাজাজির একটি ছবি, মন্ত্রিপরিষদ মন্ত্রী হিসেবে তাঁর নিয়োগের বিজ্ঞপ্তি, ১৯২০-এর দশকের স্বেচ্ছাসেবকদের সাথে একটি ছবি এবং ১৯২২ সালের রাজাজির সম্পাদিত একটি ‘ইয়ং ইন্ডিয়া’-র সংস্করণ, যেটি গান্ধীজি কারাগারে থাকার জন্য সম্পাদিত হয়েছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande