
নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.): কাউকেই অধিকার থেকে বঞ্চিত করা যায় না, মানবাধিকার দিবসে এই বার্তা দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেন, ভারত এমন একটি দেশ হিসেবে প্রতিশ্রুতিবদ্ধ যেখানে মানবাধিকার কেবল সুরক্ষিতই নয়, বরং তা উদযাপনও করা হয়।
২০২৫ সালের মানবাধিকার দিবস এবং নতুন দিল্লিতে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র নিশ্চিতকরণ সংক্রান্ত জাতীয় সম্মেলনে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি জোর দিয়ে বলেন, মর্যাদার সঙ্গে কোনও আপস করা যায় না এবং কাউকেই তাঁদের অধিকার থেকে বঞ্চিত করা উচিত নয়।
রাষ্ট্রপতি মুর্মু তুলে ধরেন, মানবাধিকার দিবস একটি ন্যায়সঙ্গত এবং সহানুভূতিশীল সমাজের পটভূমি গঠন করে। মুর্মু আরও বলেন, ন্যায়বিচার ভারতের প্রতিটি ব্যক্তির জন্মগত অধিকার হিসেবে থাকা উচিত।
রাষ্ট্রপতি আরও বলেন, ভারত মানবাধিকারের বৈশ্বিক কাঠামো গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রাষ্ট্রপতি মুর্মু উল্লেখ করেন, ভারতের গণপরিষদের ১৫ জন মহিলা সদস্যের একজন হংস মেহতা সর্বজনীন মানবাধিকার খসড়া তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ